গ্রামাঞ্চল থেকে বরিশাল নগরীতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ৮ দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে নগরীর বাটারগলি এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ডিবি পুলিশ।
এসময় প্রতারণার অভিযোগে মাহবুব, মাসুম, হানিফ, আলমগীর হোসেন, শাহীন, জামাল ও আনোয়ার নামের ২ জন সহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে তাদের একমাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।
তিনি জানান, দীর্ঘ দিন যাবত এরা সহজ সরল গ্রামের মানুষের সাথে প্রতারণা করে আসছে। বড় ডাক্তার দেখানো ও বিভিন্ন প্যাথলজি পরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে রোগীর অর্থ। আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
Leave a reply