জেরুজালেমে মসজিদ ভেঙ্গে ফেলতে ইসরায়েলি কর্তৃপক্ষের আদেশ

|

নির্মাণ আইন মানা হয়নি এমন অভিযোগে পূর্ব জেরুজালেমের সিলওয়ান শহরে একটি মসজিদ ভাঙ্গার আদেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইবনে আমর মসজিদের কিউরেটরদের এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য একুশ দিন সময় বেধে দিয়েছে।

২০১২ সালে নির্মিত এই মসজিদটিতে শতাধিক মুসুল্লি নামাজ আদায় করতে পারতেন। এরআগে, ২০১৫ সালেও এরকম একটি আদেশ দেয়া হয়েছিল যদিও তা বাস্তবায়ন করা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি দখলদাররা সিলওয়ানে বেশ কয়েকটি ফিলিস্তিনি বসতি দখল করেছে যা আল-আকসা মসজিদের ফ্লাশ পয়েন্টের খুব নিকটবর্তী।

ইসরায়েলি দখলদারিত্বের অন্যতম সংগঠন ইলাদ জানায়, সিলওয়ানকে ধীরে ধীরে ইহুদিপ্রধান এলাকায় পরিণত করা হবে। যা দাউদের শহর নামে পরিচিত।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে ফিলিস্তিনি বসতি দখলের উপর ব্যাপক জোর দিচ্ছে যার বেশিরভাগই সিলওয়ান শহরকে কেন্দ্র করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply