ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর উদ্যোগে আজ ১৪ই সেপ্টেম্বর, ২০২০ সোমবার বারহাট্টা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-নেত্রকোনা, ২৫০ শয্যা হাসপাতাল-ব্রাহ্মণবাড়িয়া এবং রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে “অক্সিজেন কনসেনট্রেটর” প্রদান করে ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট।
আজ সোমবার এসব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে সংগঠনটির কর্মকর্তারা।
“অক্সিজেন কনসেনট্রেটর” হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট
সহ-সভাপতি অধ্যাপক ডা. শাকিল আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল
ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা দেলোয়ার হোসেন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ডা. মাহমুদুর
রহমান এবং মোতালেব হোসেন প্রমুখ।
এছাড়াও গত মাসে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নোয়াখালী, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
মাগুরা, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৭টি অক্সিজেন কনসেনট্রেটর”
প্রদান করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা দেশের চিকিৎসক, নার্স, ও চিকিৎসা সেবায় নিয়োজিত অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে এ পর্যন্ত ১২শ পিচ এন-৯৫ ও কেএন-৯৫ মাস্ক ও পিপিই বিতরণ করা হয়।
Leave a reply