জার্মানির পর, ফ্রান্স আর সুইডেনের গবেষণাগারেও অ্যালেক্সেই নাভালনির শরীরে বিষপ্রয়োগের প্রমাণ মিলেছে। যদিও মস্কোর দাবি, নাভালনিকে হাতিয়ার বানিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে চাইছে পশ্চিমা দেশগুলো।
এদিকে বার্লিনে চিকিৎসাধী, রুশ বিরোধী নেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার শাহিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেয়া হয়েছে। অল্প সময়ের জন্য বিছানা ছেড়ে উঠতেও পারছেন তিনি।
গেলো ২০ আগস্ট নির্বাচনী প্রচারণা চালিয়ে সাইবেরিয়া থেকে বিমানযাত্রার পথে, গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যান ভ্লাদিমির পুতিনের কট্টর এই সমালোচক। এ ঘটনায় রুশ প্রশাসনের বিরুদ্ধে, নাভালনির দেহে বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেয়া হলে তার শরীরে মেলে নোভিচক নার্ভ এজেন্ট।
Leave a reply