প্রায় তিন ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। সকাল ৯টার দিকে সিলেটের মাইজগাঁও স্টেশনের কাছে তেলবাহী একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসে ট্রেনটি। যাবার কথা ছিল চট্টগ্রামে। মাইজগাঁও স্টেশন পার হবার কিছুক্ষণ পরেই বিটিও ট্রেনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। ওয়াগনে তেল না থাকায় দ্রুতই সেটি উদ্ধার সম্ভব হয়।
তবে দীর্ঘসময় জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেস আটকা থাকে পূর্ববর্তী স্টেশনে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
Leave a reply