কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধির অভিযোগে তিন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযানে ওই তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড ও ব্যবসায়ীদের সতর্ক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিম। মঙ্গলবার দুপুরে নগরীর চকবাজারের পাইকারী মার্কেটে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহাকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে চকবাজার পাইকারী মার্কেটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করা ও মুল্য তালিকা না সাঁটানোর দায়ে তিন ব্যবসায়ীকে চব্বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করতে মাইকিং করা হয়।
উল্লেখ্য, কুমিল্লার বাজারের একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা বেড়ে গেছে।
Leave a reply