সাতক্ষীরা প্রতিনিধি:
চায়নায় কাঁকড়া রফতানি পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছে কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা।মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে কাঁকড়া রফতানি বন্ধ হওয়ায় এর সাথে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। এতে কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকসান গুনছেন। তাই পুনরায় কাঁকড়া রফতানি চালু করা না গেলে ক্ষতির কোনো শেষ থাকবে না। উপকূলীয় এলাকার প্রায় ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ বিভিন্ন উপজেলার কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।
ইউএইচ/
Leave a reply