এইচডব্লিউএস বিতর্ক প্রতিযোগিতায় এশিয়ার প্রথম দল হিসেবে ফাইনালে ঢাবির আইবিএ

|

এইচডব্লিউএস বিতর্ক প্রতিযোগিতায় এশিয়ার কোনো প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ।

আইবিএ-ঢাবির এই দলটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস রচনা করেছে। সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পলের নিয়েই মূলত দলটি গঠিত। এই দলটিই এশিয়ার প্রথম কোনো দল যারা এইচডব্লিউএস রাউন্ড রবিনের ফাইনালে জায়গা করে নিয়েছে।

বলা হয়, এইচডব্লিউএস রাউন্ড রবিন বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক এবং অভিজাত বিতর্ক অনুষ্ঠান। এটি চ্যাম্পিয়ন্স লিগ অফ ডিবেটিংয়ের সমার্থকও বলা যায় কারণ একটি দলকে তাদের মহাদেশ থেকে নিজেদের সেরা হিসাবে প্রমাণ করতে হয়।

বিতর্ক এই প্রতিযোগিতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রয়েছে এক নম্বরে। আর দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। আর তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply