টানা ১২ বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী সালাহউদ্দিন বিরোধীদের হ্যাশট্যাগ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচীতে মোটেও বিচলিত নন। এসব নিয়ে খানিকটা নিশ্চুপ থাকা বাফুফে সভাপতি অবশেষে মুখ খুলেছেন। প্রশ্ন তুলেছেন আন্দোনলকারীদের যোগ্যতা আর উদ্দেশ্য নিয়ে। বলেছেন, নির্বাহী কমিটিতে নারী সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য ফিফার তাগাদা নিয়ে তার ভাবনার কথাও।
আসন্ন বাফুফে নির্বাচনে নানামুখী শক্ত লড়াইয়ের সামনে একযুগ দেশের ফুটবলের নেতৃত্বে থাকা কাজী সালাহউদ্দিন। সামাজিক গণমাধ্যমে চলছে সালাহউদ্দিন বিরোধী ‘হ্যাশট্যাগ’ আন্দোলন। এ নিয়ে পরিস্কার করলেন নিজের অবস্থান। তিনি বলেন, এসব কারা বলে, রাস্তার থেকে চার-পাঁচটা ছেলে বলে। তারা যদি এতই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে এখানে এসে নির্বাচন করতো, টেলিভিশনে বলতো না।
এমন আন্দোলনে জড়িয়ে থাকাদের উদ্দেশ্য নিয়ে ক্ষোভ ঝাড়লেন কাজী সালাহউদ্দিন। আভাস দিলেন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ঠিক করতে হবে কার কথা প্রচার করবেন, কারটা করবেন না। কে কথা বলার যোগ্য। তাহলে কিন্তু এসব সমস্যা আর থাকে না।
চতুর্থবারের মতো বাফুফের চেয়ারটির দখল পেলে কী করবেন মেনিফেস্টো আকারে কাজী সালাহউদ্দিন তা জানাবেন রোববার দুপুরে।
Leave a reply