রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আকতার হোসেন সিকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ধলপুরের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার সায়েদবাদে একটি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা রাকিব জানান, তার চাচা ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে সায়েদাবাদ বাস কাউন্টারে যাওয়ার সময় লিচু বাগান মসজিদের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকতার কুমিল্লা জেলার মুক্তিনগর উপজেলার মাইনকারচর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। তিনি ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
Leave a reply