সিরি আ’তে বড় জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্টাস। সাম্পদোরিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলে। তবে লিগের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদাদের সাথে তারা গোল শূন্য ড্র করেছে।
তুরিনোতে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিলো ইটালিয়ান চ্যাম্পিয়নরা। আন্দ্রে পিরলোর অধীনে ১৩ মিনিটেই কুলুসেভেস্কির গোলে লিড নেয় তারা। প্রথমার্ধে গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন রোনালদো নিজেও। তবে পোস্ট আর প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি তিনি। ৭৮ মিনিটে বোনুচ্চি’র গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৮ মিনিটে লিগে নিজের প্রথম গোলের দেখা পান রোনালদো। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে য়্যুভেন্টাস।
ইংল্যান্ড-ইটালির চ্যাম্পিয়নরা জয় দিয়ে শুরু করলেও স্পেনে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই সোসিয়াদাদের মাঠে আক্রমন চালালেও গোলের দেখা পায়নি জিদান শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৪টি পরিবর্তন করেও সাফল্য পায়নি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
Leave a reply