ভারত থেকে আসা পেঁয়াজের অর্ধেকই পচা

|

ভারত থেকে আসা পেঁয়াজের চালানের অর্ধেকই ছিল পচা। তার মধ্যেও যেগুলোর মান তুলনামূলক ভালো, সেগুলোতেও পচন ধরতে শুরু করেছে।

ব্যবসায়ীরা পচা পেঁয়াজ বাছাই করে ফেলে দিচ্ছেন। যেগুলো আলাদা করা হচ্ছে, সেগুলো কমদামে নেয়ারও ক্রেতা নেই।

ব্যবসায়ীরা জানান, নষ্ট হতে বসাগুলো কেজি প্রতি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। আর একটু মান ভালো যেগুলোর, তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে।


এদিকে, আজ হিলি, ভোমরা, বা সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোন চালান ঢোকেনি। আর বন্ধ হয়ে আবার পেঁয়াজ রফতানি শুরুর পর বেনাপোল বন্দর দিয়ে কোন চালান আসেনি দেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply