নিজস্ব প্রতিনিধি:
বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে নৌ-বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সকালে কালিগঞ্জের কাকশিয়ালি নদীতে এই নৌ-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৃথিবীব্যাপী প্রতিবছর সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ পালন করা হয়, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর সকল দেশের মানুষ নিজের দেশের সমস্যা তুলে ধরেন এবং বিষয়গুলো সমাধান করতে জোর দাবি জানান।
নৌ-বন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে পৃথিবীর সকল বাহ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে গুরুত্ব দিয়ে মানুষ জলবায়ুর ন্যয্যতার দাবিতে রাস্তায় নেমেছে। এই ধারাবাহিকতায় সাতক্ষীরার যুবারা জলবায়ুর ন্যয্যতার দাবিতে এক সপ্তাহ ব্যাপী নানান কার্যক্রম হাতে নিয়েছে।
সাতক্ষীরা উপকূলের মানুষ সাইক্লোন, নদীভাঙন, জলবদ্ধতা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বেঁড়িবাধ ভাঙন এবং লবনাক্ততায় ভুগছে। এই সকল দুর্যোগ মোকাবেলায় পরিকল্পিত টেকসই উন্নয়নের দাবি করেন তারা।
Leave a reply