নিজেদের স্বার্থে ব্যবসা করার জন্য এতদিন পর অ্যান্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে সরকার, অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে কোভিড ১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এসময় তিনি এ কথা বলেন। সারাদেশে গণস্বাস্থ্যের ৩০টি শাখায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ বলেন, বিদেশ থেকে এনে ব্যবসা করার জন্যই এতোদিন পর অ্যান্টিজেন টেস্টের পরিকল্পনা করা হচ্ছে। ব্যবসায়িক অংশীদার করা হয়নি বলেই অ্যান্টিবডি টেস্ট শুরু করতে দেয়নি সরকার।
Leave a reply