রুশ প্রশাসনের কাছে নিজের ব্যবহৃত পোশাক ফেরত চাইলেন রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা, অ্যালেক্সেই নাভালনি। দাবি, তার দেহে এবং সেসব পোশাকে বিষাক্ত রাসায়নিক নোভিচকের উপস্থিতি পেয়েছে পশ্চিমা গোয়েন্দারা।
কোমা থেকে ফেরার পর নিজের ওয়েবসাইটে প্রথম ব্লগ পোস্টে নাভালনি জানান, জার্মানিতে আনার আগেই তার শরীরের সব পোশাক খুলে নেয়া হয়। তাকে শাহিতে হাসপাতালে আনা হয় সম্পূর্ণ নগ্ন অবস্থায়। নোভিচক প্রয়োগের প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই পোশাকগুলো দেয়া হয়নি বলে দাবি তার।
গত ২০ আগস্ট ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে কোমায় চলে যান নাভালনি। দু’দিন সাইবেরিয়ার ওমস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জার্মানিতে নেয়া হয়।
Leave a reply