অনুরাগ কাশ্যপ-পায়েল ঘোষ কাণ্ডের সূত্র ধরেই ফের বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে ‘#মি টু’ (#MeToo) আন্দোলন। বন্ধ ঘরে অশালীন আচরণ করেছিলেন অনুরাগ। এই অভিযোগে মুম্বাইয়ের ভরসোভা থানায় এফআইআর করলেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার সমর্থনে সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাউত এবং রূপা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দু’জনকেই ধন্যবাদ জানিয়েছেন পায়েল।
এমন পরিস্থিতিতে বাঙালি অভিনেত্রীর পাশে দাঁড়াতে গিয়ে ছন্দপতন ঘটালেন আরেক অভিনেত্রী রূপা দত্ত। অনুরাগ কাশ্যপের শাস্তির দাবি জানিয়ে টুইটারে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট অভিনেত্রী দিয়েছিলেন তা আসলে অনুরাগের নয়, অন্য কারও প্রোফাইলের। এমনটাই দাবি এক বেসরকারি সংবাদমাধ্যমের।
https://twitter.com/iamrupadutta/status/1307392216395120640?s=20
ফেসবুকের ডিরেক্ট মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন রূপা। যেখানে ‘অনুরাগ সফর’ নামে প্রোফাইলের সঙ্গে তার চ্যাট দেখানো হয়েছে। চ্যাটে অনুরাগ নামের ওই ব্যক্তি নিজেকে ‘মহিলা বিশেষজ্ঞ’ হিসেবে দাবি করেছেন। চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে রূপা লেখেন পায়েলের যাবতীয় অভিযোগ সত্যি। অনুরাগকে তিনি বহু আগেই ভাল করে চিনে গিয়েছিলেন। এমন মানুষের কঠিন শাস্তি হওয়া উচিত। অনুরাগ নিজে মাদক নেন এবং অন্যদেরও দেন বলে অভিযোগ করেন রূপা। এনসিবি (NCB) অধিকারিকদের এ বিষয়ে তদন্ত করার আবেদন জানান।
কিন্তু ফেসবুকে অনুরাগের প্রোফাইলের নাম ‘অনুরাগ কাশ্যপ ২.০’। সেটিই পরিচালকের একমাত্র ভেরিয়াফায়েড ফেসবুক প্রোফাইল। সেই খবর রি-টুইট করেছেন পরিচালক নিজে।
Actor Rupa Dutta shared a Facebook chat from 2014 and accused director Anurag Kashyap of misconduct. Alt News investigation found that Dutta had mistaken another person's account as Kashyap's. #AltNewsFactCheck | @Priyankajha0 @free_thinker https://t.co/AcWMmkyJMI
— Pratik Sinha (@free_thinker) September 21, 2020
অনুরাগ ইস্যুতে কঙ্গনা রানাউত এবং বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় পায়েলের পাশে দাঁড়ালেও তাপসী পান্নু, কল্কি কোয়েচলিন, রিচা চড্ডা, রাধিকা আপ্টে, সায়নী গুপ্তর মতো অভিনেত্রীরা পরিচালকের পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় শামিল হলেম হুমা কুরেশিও। অনুরাগ তার সঙ্গে কোনওদিন অযাচিত ব্যবহার করেননি বলে বিবৃতি দেন হুমা। পাশাপাশি এই ঘটনায় তার নামের উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
— Huma Qureshi (@humasqureshi) September 22, 2020
অনুরাগের সহকারী পরিচালক হিসেবে কাজ করা জয়দীপ সরকারও পরিচালকের সমর্থনে টুইট করে জানান, ২০০৪ সালে এক অভিনেত্রী চরিত্র পাওয়ার জন্য অনুরাগের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু অনুরাগ শোনা মাত্রই তাকে প্রত্যাখ্যান করেছিলেন।
This is the right time to recount this story. I was an assistant with @anuragkashyap72 in 2004. I was looking into secondary casting for ‘Gulaal’ and was meeting many actors. A young actress, who really wanted a part in the film insisted she wanted to meet Anurag.
Thread 👇— Jaydeep Sarkar (@sarkarjaydeep) September 20, 2020
Leave a reply