অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকা পড়া পাইলট তিমির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭০-এ। মাঝেমধ্যে উপকূলে তিমি আটকা পড়লেও, এতো বিপুলসংখ্যক তিমি আটকা পড়ার ঘটনা এটাই প্রথম। যার মধ্যে মারা গেছে প্রায় ২০০ তিমি।
সোমবার থেকে চলছে জীবিত তিমিগুলোকে বালুচর থেকে সাগরের গভীরে ফেরত পাঠানোর চেষ্টা। এ পর্যন্ত ২৫টি তিমিকে সাগরে পাঠানো হলেও অনেকগুলোই স্রোতে ভেসে আবারও উপকূলে এসে আটকেছে।
এর মধ্যেই মঙ্গলবার পশ্চিম উপকূলে আরও ২ শতাধিক তিমির সন্ধান পায় উদ্ধারকর্মীরা। তিমিদের মধ্যে দলে দলে ভেসে বেড়ানোর প্রবণতা থাকলেও কেন এগুলো উপকূলের দিকে আসছে, তা স্পষ্ট নয় এখনও।
সবশেষ, ৮৫ বছর আগে ১৯৩৫ সালে ২৯৪টি পাইলট তিমি আটকা পড়ে এ অঞ্চলে।
Leave a reply