বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন তারা। শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে দুপুর ১২টায় প্রথম আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ও দুপুর ২টায় বিএনপি’র প্রার্থী খান মতিয়ার রহমানের মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানকালে তার সাথে দলের উপজেলা সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগ নেতা মো. মোজাজম্মেল হোসেন, সাব্বির আহম্মেদ মুক্তাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থীর সাথে ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক প্রকৌশলী আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফার রহমান আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।ৱ
গত বছরের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা যান। নির্বাচন কমিশন গত ১৫ সেপ্টম্বর শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী বুধবার ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর ও ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
Leave a reply