মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বাধীন নৌবহরের তৎপরতা পর্যবেক্ষণের ছবি প্রকাশ করেছে ইরান। দেশে তৈরি ড্রোন বহরের সাহায্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে বলে ইরনা জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি ড্রোনগুলো থেকে পাঠানো ছবি থেকে নৌবহরের যুদ্ধযানগুলোর গতি-প্রকৃতিসহ রণতরীতে অবস্থানরত জঙ্গিবিমানগুলোর অবস্থা স্পষ্ট বুঝা যাচ্ছে।মার্কিন এই নৌবহরে নিমিটজ রণতরীর সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ারসহ কয়েকটি যুদ্ধজাহাজ।
গত ১৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করে। প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর।
ইউএইচ/
Leave a reply