ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে, ‘ডিজিটাল সহযোগিতা: ভবিষ্যত প্রজন্মের জন্য অ্যাকশন টুডে’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী।
আগেই ধারণকৃত ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, করোনা মহামারি ডিজিটাল পরিসেবার শক্তি উন্মোচন করেছে। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীই যে ইন্টারনেটের সুবিধাবঞ্চিত, সে শূন্যতা পূরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জানান, দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ফলে নারীর ক্ষমতায়ন’সহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন শর্ত বাস্তবায়ন এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইও সহজ হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’সহ আরও অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) মহাসচিব হলিন ঝাওয়ের যৌথ আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন।
Leave a reply