বার্সায় আনসু ফাতির রিলিজ ক্লজ বেড়ে ৪০ কোটি ইউরো

|

বার্সায় ফাতির রিলিজ ক্লজ বেড়ে ৪০ কোটি ইউরো

আনসু ফাতির বাইআউট ক্লজ ৪০ কোটি ইউরো। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার মূল দলের সদস্য হলেন এই তরুণ ফরোয়ার্ড।

বার্সেলোনায় তার জার্সি নম্বর হবে ২২। আগেই নবায়ণকৃত চুক্তি অনুযায়ী তার রিলিজ ক্লজ স্বয়ংক্রিয়ভাবে ১৭০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি ইউরো। যদিও ১৭ বছর বয়সী স্ট্রাইকারের চুক্তিটি ২০২২ সাল পর্যন্ত বহাল এবং তার বেতনও বাড়বে না।

চোটের কারণে দুটি প্রাক প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ফাতির। রোববারে ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সেলোনা।

বার্সেলোনা শিবিরে এরই মধ্যে এক বছর পূর্ণ করেছেন ফাতির। গড়েছেন ক্লাবটির হয়ে বেশ কয়েকটি রেকর্ডও। লা লিগায় কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তি গড়ার পর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়েও সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন ফাতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply