রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জাকারিয়া বিন হক শুভ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজনের দাবি, শুভকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্ত্রীর সাথে মনমালিন্য থেকে এমন ঘটনা বলে ধারণা শুভর স্বজন ও বন্ধুদের। শুভর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। দুই ভাই ও চার বোনের মধ্যে শুভ সবার ছোট।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শুভ ওয়ালটনে চাকরি করতো। বছরখানেক আগে নিরা নামে এক মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর তারা দু’জনই এই বাসাতে থাকতো।
পুলিশের কাছেও শুভর মৃত্যু রহস্যজনক বলে মনে হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। সব পক্ষের সাথে কথা বলে এবং সব বিষয় সামনে নিয়েই তারা রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে জানায়।
Leave a reply