ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৪ দিন পর কলেজ ছাত্র সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার হাজামপাড়া-আউশিয়া গ্রামের ধানক্ষেতের বোরিং ঘর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। সে পৌরসভার আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্রুর রহমানের ছেলে।
পাওনা টাকা আনতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সন্ধায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসে নি সুজন। পরে তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি বলে জানায় পরিবার। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি জিডি করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাকিব ও নাজমুল নামে দু’জনকে আটক করে। পরে হৃদয় নামে আরও একজনকে আটক করে। তার দেয়া তথ্যে পুলিশ মরদেহ পায়।
স্থানীয়রা বলছে, মাদকাসক্ত একটি কিশোর গ্যাং এ হত্যাকাণ্ডের সাথে জড়িত।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থের জন্য এ ঘটনা ঘটাতে পারে তারা।
Leave a reply