আজকে সৌদি ফ্লাইটের ৫০১ থেকে ৮৫০ সিরিয়ালধারীদের টিকিট দেয়া হচ্ছে

|

আজকে সৌদি ফ্লাইটের ৫০১ থেকে ৮৫০ সিরিয়ালধারীদের টিকিট দেয়া হচ্ছে

সৌদিগামী ফ্লাইটের টিকিট নিতে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিল বিমান অফিসের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা।

সাউদিয়া এয়ারলাইন্স আজকে ৫০১ থেকে ৮৫০ সিরিয়ালধারীদের টিকিট দেবে।। শুধু সাদা রঙ্গের টোকেনধারীদেরই আজ টিকিট দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ালাইন্স কর্তৃপক্ষ।

এদিকে টিকিট নিতে আসা প্রবাসীরা অভিযোগ করেন রঙ্গের মিল না থাকায় টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। আবার কারও কারও সিরিয়াল নম্বরের সমস্যা থাকায় টিকিট পেতে বিলম্ব হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply