রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট-সম্পদ জব্দ করা হয়েছে। সিলগালা করা হলো মস্কোর অ্যাপার্টমেন্টও।
বৃহস্পতিবার এই রাজনীতিকের মুখপাত্র নিশ্চিত করেন এ তথ্য। জানান- মস্কো স্কুলচাইল্ড ক্যাটারিং কোম্পানির করা মামলায় এ সিদ্ধান্ত জানান আদালত। সেই ধারাবাহিকতায়, ২৭ আগস্ট নাভালনির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়।
তবে অ্যাপার্টমেন্টটি বিক্রি, দান বা মর্টগেজ দেয়া সম্ভব নয়। কারণ, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাভালনি ও তার মানবাধিকার সংস্থা। সেসময় তারাও করেছিলেন মামলা।
গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে ভয়াবহ অসুস্থ হয়ে, কোমায় চলে যান পুতিনের এই কট্টর সমালোচক। পরে ইউরোপীয় ৩টি দেশের অনুসন্ধানে নাভালনির শরীরে মেলে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’।
Leave a reply