স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিজেপি নেত্রী ইশরাত জাহানের

|

স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী ইশরাত জাহান। খবর হিন্দুস্তান টাইমস’র।

বৃহস্পতিবার দুপুরে স্বামীর উপস্থিতিতে তাকে তার ভাসুর ধর্ষণের চেষ্টা করেন বলে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনার পরই অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

ইশরাত জানান, বৃহস্পতিবার দুপুরে তার স্বামীর সামনেই তার ভাসুর তাকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা পেয়ে দুজনে মিলে তাকে মারধর করেন।

তিন তালাক অবৈধ ঘোষণার দাবিতে ভারতীয় সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার অন্যতম আবেদনকারী ছিলেন ইশরাত। সেই মামলাতেই ভারতে তিন তালাককে নিষিদ্ধ ঘোষণা করে আদালত। তিন তালাক বিরোধী মামলায় জয়ী হবার পর বিজেপিতে যোগ দেন ইশরাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply