সুপ্রিম কোর্টে বিচারক পদে রক্ষণশীল ব্যারেটকেই বেছে নিলেন ট্রাম্প

|

সুপ্রিম কোর্টে বিচারক পদে রক্ষণশীল ব্যারেটকেই বেছে নিলেন ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউজে নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন কনজারভেটিভ সমর্থক এই বিচারপতি।

একদিন আগেই ৪৮ বছর বয়সী ব্যারেটকে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এ নিয়ে তিনজন বিচারপতি নিয়োগ দিতে যাচ্ছেন তিনি।

প্রেসিডেন্টের মনোনয়ন প্রস্তাব পাস হতে হবে পার্লামেন্টের উচ্চকক্ষ, সিনেটে। সেখানে ১শ’ আসনের ৫৩টিই রিপাবলিকানদের। তাই অনেকটাই নিশ্চিত ব্যারেটের নিয়োগ। এতে করে উচ্চ আদালতে ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে রক্ষণশীলরা।

ধারণা করা হচ্ছে, নিয়োগ পেলে গর্ভপাত’সহ বিভিন্ন ইস্যুতে কট্টর অবস্থান নিতে পারেন বিচারপতি ব্যারেট।

নির্বাচনের মাত্র ৫ সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্র্যাট শিবির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply