চশমা ব্যবহারকারীদের জন্য জাপানী উদ্ভাবকের বিশেষ মাস্ক (ভিডিও)

|

মাস্ক পরায় চশমা ঘোলা হওয়ার বিড়ম্বনায় পড়ছেন অনেকে। বার বার ঘোলা হয়ে যাচ্ছে। এমন ঝামেলায় পড়ছেন কমবেশি সব চশমা ব্যবহারকারী।

সেই সমস্যার সমাধান খুঁজেছেন জাপানের এক ব্যক্তি। মহামারি পরিস্থিতিতে তৈরি করেছেন বিশেষ ধরণের মাস্ক। যা পরলে ঘোলা হবে না চশমা। তুলার মাস্কটি সহজেই মুখের সাথে লেগে থাকবে।

মাস্ক প্রস্তুতকারক তাকাহিরো শিবাতা বলেন, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব যখন কিছুটা হতাশাগ্রস্ত; তখন একটা কিছু করার চেষ্টা করেছি। সেখান থেকে এই মাস্ক তৈরি করা।

নির্মাতা বলছেন, কটনের তৈরি এই মাস্ক পরে স্বাচ্ছন্দে চলতে বা সব ধরণের কাজ করতে পারবেন চশমা ব্যবহারকারীরা।

তাকাহিরো শিবাতা বলেন, মাস্ক পড়লে চশমা ঘোলা হয়ে যায় গরম নিঃশ্বাসের কারণে। তাই পুরোটা কটন দিয়ে তৈরি করা হয়েছে। যেন সহজে বাতাস বের না হতে পারে।

পরীক্ষামূলকভাবে নিজে ব্যবহার করলেও মাস্কটি এখনও বাজারে ছাড়ার বিষয়ে কিছু ভাবছেন না তাকাহিরো শিবাতা নামের এই নির্মাতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply