খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ও সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকালে শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্বরের সামনে থেকে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা।
মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে গণপূর্ত ভবনের সামনে পুলিশের বাধাঁর মুখে পড়ে। পরে সেখানেই সমাবেশ করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে সারাদশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। এসব ঘটনায় সরকার দলের নেতাকর্মীরা জড়িত থাকায় এসব অপরাধের বিচার হচ্ছে না। অবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক প্রশ্রয় না দিয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত বুধবার রাতে খাগড়াছড়ি সদরের বলপাইয়া গ্রাম এলাকায় ডাকাতির পর এক নারীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৯ জনকে আসামি করে মামলা দায়ের হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
Leave a reply