পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় কৃষক এনামুল শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার আমোষ গ্রামে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের ছেলে হুমায়ূন কবির, মেয়ে বিথি খাতুন, নিহতের চাচাসহ অনেকে। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ আসামিদের ধরছে না।
তারা অভিযোগ করেন, একটি মহল মামলা তুলে নিতে মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। এসময় তারা অবিলম্বে কৃষক এনামুল শেখ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গেলো ঈদুল আজহার দিন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাঁথিয়া উপজেলার আমোষ গ্রামের কৃষক এনামুল শেখকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ১০ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে তার মৃত্যু হয়।
Leave a reply