ফ্রেঞ্চ ওপেন: জয় দিয়ে শুরু করলেন নাদাল-সেরেনা

|

নারী এককে ২০ সেটের জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। আর পুরুষ এককে সহজ জয়ে আসর শুরু করলেন রাফায়েল নাদাল।

নাদাল অবাছাই বেলারুশের ইগর জেরাসিমভকে হারিয়েছেন ৩-০ সেটে। ৬-৪ গেইমে প্রথম সেট জিতে নেন টুর্নামেন্টের ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। দ্বিতীয় রাউন্ডেও একই ব্যবধানের জয় এই স্প্যানিশ তারকার। শেষ সেটে তেমন প্রতিরোধ গড়তে পারেননি ইগর জেরাসিমভ। ৬-২ গেইমে সেট হারেন এই বেলারুশিয়ান। ৩-০ সেটের জয়ে আসরের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ১৯টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা নাদাল। আরেকটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেই ছুঁয়ে ফেলবেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ডস্লামজয়ী রজার ফেদেরারকে। দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ম্যাকেনজি ম্যাকডোনাল্ড।

নারী এককে প্রথম রাউন্ড সরাসরি সেটে জিতলেও বেগ পেতে হয়েছে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে। অবাছাই ক্রিস্টি অ্যানের বিপক্ষে জিতেছেন ২-০ সেটে। যেখানে প্রথম সেটে দারুন লড়াই করেছেন ক্রিস্টি অ্যান। ৭২ মিনিটের লড়াইয়ে অবশ্য হার মেনেছেন অভিজ্ঞ সেরেনার কাছে। দ্বিতীয় সেটে অবশ্য পাত্তাই পাননি অ্যান। হেরে যান ৬-০ গেইমে। ২-০ সেটের জয়ে পরের পর্ব নিশ্চিত করেছেন ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা সেরেনা উইলিয়ামস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply