স্ত্রীকে পুড়িয়ে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর মন্থনায় স্ত্রী মর্জিনা বেগমের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের পিপি খন্দকার রফিক হাসনাইন জানান,
মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। ২০০৬ সালে ১৯ অক্টোবর স্বামী ও তার সহযোগী দ্বারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা।

তিনি বলেন, এ ঘটনায় মর্জিনার ভাই বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় প্রদান করেন। রায়ে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড ও হত্যাকাণ্ডের সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোশাররফ পলাতক আছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply