সীমান্ত সংকট: সপ্তমবারের মতো সামরিক পর্যায়ে বৈঠকে বসছে ভারত-চীন

|

লাদাখ সংকট সমাধানে সপ্তমবারের মতো সামরিক পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে ভারত ও চীন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আগামী সপ্তাহে পূর্ব লাদাখে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রায় পাঁচ মাস ধরে উভয় দেশের মধ্যে চলছে সীমান্ত বিরোধ। লাদাখ সেক্টরে দুই প্রতিবেশীই জোরদার করেছে সেনাবাহিনী।

গেলো মাসে মস্কোর বৈঠকে উত্তেজনা প্রশমনে অঙ্গীকার করলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিরোধ নিরসনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বুধবারও, কূটনৈতিক পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে চীন-ভারতের মধ্যে আলোচনা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, তিব্বত ও জিনজিয়াং এলাকায় প্রায় দু’হাজার কিলোমিটার রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বসিয়েছে চীনের সেনাবাহিনী। ভারতও শক্তিশালী ও আধুনিক যুদ্ধাস্ত্র সুপারসনিক ব্রাহ্ম মিসাইল এবং নির্ভয় ক্রুজ মিসাইল মোতায়েন করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply