এ গল্প ধুম ২ সিনেমার মতো। গত মাসের ১৭ তারিখে মোটরসাইকেল চুরির একটি মামলায় নাটোরের আদালতে হাজিরা দিতে এসেছিলেন সিরাজগঞ্জের সুমন হোসেন। বিভিন্ন জেলায় চার থেকে পাঁচটা বাইক চুরির মামলা রয়েছে তার।
হাজিরা দিয়ে ফেরার সময় মনে করলেন বাসে ফেরাটা ঝামেলার। তাই হঠাৎ সিন্ধান্ত পরিবর্তন করে আদালত চত্বর থেকেই তিনি একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যান। যা ধরা পড়ে সিসি টিভির ফুটেজে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং মসজিদ মার্কেটসহ বিভিন্ন স্থান মোটরসাইকেল চুরি করে সে।
সুমনের বাবাও মোটর সাইকেল চুরির দায়ে বর্তমানে কারাগারে। মাস্টার কি (KEY) নয়, যে কোন চাবি দিয়ে হাতের কারসাজিতে চোখের পলকেই যে কোন মোটরসাইকেল খুলতে পারে সে।
অবশেষে সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে সুমন ও তার ভাইরা রাজু শেখ।
Leave a reply