আখাউড়া উপজেলা চেয়ারম্যানের ভাতিজা ইয়াবাসহ গ্রেফতার

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূর্বাঞ্চল সীমান্তের কিশোর গ্যাং লিডার কায়কোবাদ ভূঁইয়াকে ইয়াবার চালানসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কায়কোবাদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা মাদক চোরাকারবারি কায়কোবাদ ভূঁইয়াকে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে সীমান্তের কিশোর গ্যাং লিডার এবং পুলিশের তালিকাভুক্ত ও উপজেলার চিহ্নিত মাদক চোরাকারবারি।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৪ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এ সময় সে পালিয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply