বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁ হোটেলে ভোটে বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিনসহ নির্বাচনে অংশ নেয়া তার সম্মিলিত পরিষদের সবাই উপস্থিত হয়েছেন। আসলাম-মহীর নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সদস্যদেরও দেখা মিলেছে ভোটের মাঠে। তবে, দেখা যায়নি সভাপতি প্রার্থী বাদল রায়কে। যতটুকু জানা গেছে তিনি উপস্থিত হবেন না।
সালাহউদ্দীনের কমিটির সহসভাপতি ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে গেলেন মুখোমুখি অবস্থানে। সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। শেষ মুহূর্তে আবার সভাপতি পদে বাদল রায়ের নির্বাচনে থাকার ঘোষণা জন্ম দিয়েছে নতুন আলোচনার। ফলে, এই নির্বাচনে বর্তমান সভাপতি সালাহউদ্দিনের নেতৃত্বে থাকা সম্মিলিত পরিষদ কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নির্বাচনে সভাপতি, ৫ সহসভাপতি’সহ ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠনে ভোট দেবেন ১৩৯ ডেলিগেটের মধ্যে ১৩৭ জন। নিবার্হী কমিটির ২১টি পদের দুই প্যানেলের মোট প্রার্থী এবার ৪৭ জন।
Leave a reply