ভারতে নতুন কৃষি আইনের বিরূদ্ধে কৃষকদের ট্রাক্টর র‍্যালি

|

ভারতে নতুন কৃষি আইনের বিরূদ্ধে পাঞ্জাবে চলছে কৃষকদের ট্রাক্টর র‍্যালি। যাতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং রাজ্যে দলীয় প্রধান অমরিন্দর সিং।

মগা জেলা থেকে জাতপুর পর্যন্ত হয় ৩ হাজার ট্রাক্টরের এই র‍্যালি। এসময় বিভিন্ন এলাকার কৃষকদের সাথে সাক্ষাৎ করেন রাহুল গান্ধি। আগামী তিনদিন চলবে এই র‍্যালি; ট্রাক্টরের মাধ্যমে পাড়ি দেয়া হবে ৫০ কিলোমিটার এলাকা। গেলো মাসে তুমুল বিতর্ক-বিক্ষোভের মধ্যেই পার্লামেন্টে পাস হয় তিনটি কৃষি বিল। ২৮ সেপ্টেম্বর তাতে স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রীর দাবি, নতুন আইনে লাভবান হবে কৃষক।

বিরোধীদের অভিযোগ, আইনের মধ্য দিয়ে কর্পোরেট সংস্থাগুলোকে মজুতদারির অধিকার দেয়া হলো। এতে, মজুরিপ্রাপ্ত কর্মীতে পরিণত হবেন কৃষকরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, করোনা মহামারির সময় ৩টি কৃষি আইন কার্যকর কি খুব জরুরি ছিলো? এ ব্যাপারে, রাজ্যসভা-লোকসভায় আরও আলোচনা করতে পারতো সরকার। প্রধানমন্ত্রীর দাবি- কৃষকের কল্যাণে এসব আইন। তাহলে, পাঞ্জাবসহ গোটা দেশের কৃষকরা কেনো রাজপথে? কেনো তারা এর প্রতিবাদে আন্দোলন করছেন?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply