হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আটককৃত দুই যুবক।
আজ সোমবার বেলা ৩টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে আসামিরা দায় স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে স্বীকারোক্তি দেয়া আসামিরা হলো জেলার চুনারুঘাট উপজেলার জিবদর এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)।
একই আদালতে ২২ ধারায় ঘটনার বর্ণনা দিয়েছেন গণধর্ষণের শিকার মা-মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়া এলাকায় মা-মেয়েকে গণধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী যুবতী বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
ইউএইচ/
Leave a reply