বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহ-সভাপতি হওয়ার লড়াইয়ে ফের প্রচারণা শুরু করেছেন- তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহী। ৬৫ ভোট পেয়ে দু’জন যৌথভাবে চতুর্থ হওয়ায়, এখন কাউন্সিলরদের আরও একবার ভোট দিতে হবে এই দু’জনের যেকোন একজনকে বেছে নিতে। ৩১ অক্টোবরের সেই নির্বাচন ঘিরে আলোচিত এই দু’ সংগঠক জয়ের প্রত্যাশা করছেন।
মহি-তাবিথ দু’জনই ছিলেন বাফুফের সবশেষ কমিটির সহ-সভাপতি। এবারের নির্বাচনে মহী ছিলেন সমন্বয় পরিষদের ব্যানারে, আর স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল। এবার এক পদের জন্য কঠিন লড়াইয়ের জিততে চান দু’জনই।
তাবিথ আউয়াল বলেন, আমি মনে করি এটা খেলার ভাষায় একটা এক্সট্রা টাইম। ভোটারদের প্রতি এখন চ্যালেঞ্জ যে তারা কোন সিটিং সহ-সভাপতিকে পুনরায় নির্বাচিত করবেন।
মহিউদ্দিন মহি বলেন, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আমার সাথে যিনি টাই হয়েছেন তিনিও গত টার্মে দায়িত্ব পালন করেছেন। আর তিনি একজন যোগ্য প্রতিদ্বন্দীও। ভোটাররা যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচন করবেন।
আগামী ৩১ অক্টোবর বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে অমীমাংসিত সহ-সভাপতি পদের নির্বাচন।
Leave a reply