ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসের নামে এবার খোলা হবে ইউটিউব চ্যানেল। কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলো গডসে? সেই কারণগুলো যেমন সেখানে দেখানো হবে, তেমনই নাথুরাম গডসের মহিমাও তুলে ধরা হবে এই চ্যানেলে।
অখিল ভারতীয় হিন্দু মহাসভা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে। হিন্দু মহাসভার মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেন, ‘বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নাথুরাম গডসের চ্যানেলটির মাধ্যমে আমরা তাদের সঙ্গে জনসংযোগ আরও বাড়াতে চাইছি। কেন তিনি গান্ধীকে হত্যা করেছিলেন? সেকথাও ওখানে বলা হবে। এছাড়া গডসে কী কী ভাল কাজ করেছেন, সেগুলোরও প্রচার করা হবে।’
চ্যানেল খোলা প্রসঙ্গে কংগ্রেস নেত্রী অর্ধনা মিশ্র বলেন, ‘গান্ধীজির চিন্তাধারা নষ্ট করে গডসের মতো একজন ব্যক্তির ভাবমূর্তিকে উজ্জ্বল করতেই ওই হিন্দুত্ববাদী দলের মূল উদ্দেশ্য। কিন্তু প্রত্যেক ভারতীয়র ডিএনএতে গান্ধীর প্রতি শ্রদ্ধা রয়েছে। গডসের ভাবমূর্তি উজ্জ্বল করার এই প্রয়াস কখনওই সফল হবে না।’
লকডাউনের মধ্যেও দেশজুড়ে পালিত হয়েছে গান্ধীজির ১৫১ তম জন্মদিন। জাতির জনকের জন্মদিনে এবার এই দিনটিতেই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের নাম স্থান পায় টুইটারের টপ ট্রেন্ডে। ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ শীর্ষক একটি পোস্ট ওই দিন সকাল থেকেই টুইটারের টপ ট্রেন্ড লিস্টে দেখা যেতে থাকে।
Leave a reply