বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল

|

বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল

ল্যাটিন অঞ্চলের ম্যাচে, লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর জোড়া গোলে, বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে পুরো ৯০ মিনিটই খেলেছেন নেইমার। এই জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তিতের শিষ্যরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৩ আর ৭৫ নম্বরে বলিভিয়া। পরিসংখ্যানে ব্রাজিল-বলিভিয়ার পার্থক্যটা ৭২ হলেও বাস্তবে আরো বেশি। ইনজুরি কাটিয়ে এদিন মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

আর তাতেই যেন সেরা ছন্দে ব্রাজিল। নিউ সাঁওপাওলো স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দানিলোর অ্যাসিস্ট থেকে অসাধারণ হেডে সেঁলেসাওদের লিড এনে দেন মারকুইনহোস।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লিভারপুল স্টার রবার্তো ফিরমিনো। ২-০’র লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে সেঁলেসাওরা। নেইমারের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো।

৬৬ মিনিটে কারাসকোর আত্মঘাতি গোলে ৪-০’তে এগিয়ে যায় ব্রাজিল। আর বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে ব্যবধান ৫-০ করেন ফিলিপ কুটিনহো। তবে এরপরও সুযোগ নষ্ট করে তিতে শিষ্যরা। কিন্তু, বড় জয়ের স্বাদে কোন পরিবর্তন আসেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply