করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই

|

করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই

ব্রাজিলে উন্নতি নেই করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় আবারও ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দেড় লাখ ছুঁতে চলেছে। আগের মতোই সংক্রমণ হার। যার শিকার ৫০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। অবস্থা অস্থিতিশীল এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫১ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৫৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩১ জন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনারমতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply