রোলাঁ গারোয় ইতিহাস গড়লেন ইগা শিয়ানট্যাক। পোল্যান্ডের প্রথম টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন ১৯ বছরের এই তরুণী।
ফরাসি ওপেনের ফাইনালে অবাছাই ইগা ৬-৪, ৬-১ স্ট্রেট সেটে পরাজিত করেন চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে। সোফিয়া চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে তুলেছেন। সেদিক থেকে ইগার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ছিল। রোলাঁ গারো তো বটেই, নতুন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পেলো টেনিসমহল।
ফাইনালে খেলতে নেমেই ইতিহাস নাড়াচাড়া করতে বাধ্য করেছেন শিয়ানট্যাক। টুর্নামেন্টের শুরুতে র্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে ছিলেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়। ১৯৭৫ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর রোলাঁ গারোতে এতো পিছিয়ে থাকা কোনো খেলোয়াড় ফাইনাল খেলেননি।
ইউএইচ/
Leave a reply