রংপুরে স্ত্রীর পরকীয়ার বলি চা দোকানি

|

রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট দূর্গাপুরে গুলশান মিয়া নামের এক চা দোকানিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাত পৌনে একটার দিকে জায়গীরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যাক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় গুলশান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গুলশান উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের পুত্র।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। এতে বাঁধা দেয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক ক্ষুব্ধ ছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দৃর্বৃত্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আমিরুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply