সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়ে এসেছে ওই ফাঁড়ির পাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ।
এতে দেখা যায়, ১১ অক্টোবর রাত তিনটা ৯ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে একটি অটোরিকশা থামে। পুলিশ সদস্যদের সাথে স্বাভাবিকভাবেই হেঁটে ফাঁড়ির ভেতরে প্রবেশ করেন রায়হান। সেখানে তিন ঘণ্টা ১৫ মিনিট রাখা হয় রায়হানকে। ভোর ৬টা ২৪ মিনিটে দুই পুলিশ সদস্যের সহযোগিতায় সিএনজিতে উঠতে দেখা যায় রায়হানকে।
অথচ রোববার দিনভর পুলিশ প্রচার করে, ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা ও গণপিটুনির পর ফাঁড়িতে ধরে আনা হয় রায়হানকে। পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে।
স্বজনদের দাবি, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।
পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইয়ের তদন্ত দলের কর্মকর্তারা বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। গতকাল রায়হান হত্যা মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। রাতেই মামলার নথি হস্তান্তর করে মহানগর পুলিশ।
এদিকে, অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আজও পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ করেছে মানুষ। তাদের দাবি, এসআই আকবরকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে প্রকৃত।
নিহত রায়হানের পরিবারের সাথে দেখা করেছেন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের বিভিন্ন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
ইউএইচ/
Leave a reply