রিজওয়ানের ফ্লায়িং ক্যাচে মুগ্ধ আইসিসি (ভিডিও)

|

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল টি২০ কাপে খাইবার পাখতুনখাওয়া বনাম সিন্ধের ম্যাচে খাইবার পাখতুনখাওয়ার ফিল্ডার মুহাম্মদ রিজওয়ানের ক্যাচ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের।

খেলার ১৯তম ওভারে মুসাদ্দিক আহমেদের বল উড়িয়ে মারার চেষ্টা করেন সিন্ধের ব্যাটসম্যান আনোয়ার আলি। কিন্তু এক্সট্রা কভারে প্রায় চল্লিশ গজ দৌড়ে এসে সুপারম্যানের ভঙ্গিতে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান।

রিজওয়ানের ক্যাচের সেই ভিডিও শেয়ার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে লেখে, “এটা পাখি, সুপারম্যান কিংবা উড়োজাহাজ কিছুই না। ইনি মুহম্মদ রিজওয়ান।” পরবর্তীতে আইসিসিও সেই ক্যাচের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখে, “কী দারুণ ক্যাচ!”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply