চীনের সঙ্গে ‘গোপনীয়’ আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ব্লুমবার্গ ইন্ডিয়া ইকনমিক ফোরামে বুধবারের বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোয় ভারত-চীন প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকেও সমঝোতার বার্তা ছিল। তারপরেও লাদাখ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। ভারতও তার জবাব দিয়েছে।
এই পরিস্থতিতে বুধবার সপ্তম দফা সামরিক স্তরে বৈঠক হয়েছে। সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্যেই যেমন পূর্ব লাদাখে নজিরবিহীনভাবে গুলি চালিয়েছে চীনা বাহিনী। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আলোচনা চলছে। কিন্তু চীনকে নিয়ে আগাম কোনও মন্তব্য করা যাবে না। নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে এমন কিছু আলোচনা চলছে, যা গোপনীয়। দেখা যাক, এটা কীভাবে কাজ করে।
ইউএইচ/
Leave a reply