করোনায় পেট চালাতে হাঁড়ি বিক্রি করছেন এই ক্যারাটে অ্যাথলেট

|

করোনা মহামারিতে পেট চালাতে হাঁড়ি বিক্রি করছেন এক ক্যারাটে খেলোয়াড়। ভারতের ঝাড়খণ্ডের এই অ্যাথলেটের নাম বিমলা মুণ্ডা।

২০১১ সালে ৩৪তম জাতীয় গেমসে রাজ্যের হয়ে রূপা জিতেছিলেন বিমলা। এছাড়া ২০১২ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক কুডো চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন মুণ্ডা।

সরকারি চাকরির আশ্বাস পেলেও করোনা পরিস্থিতিতে সেই চাকরি পাননি রাঁচির বিমলা মুণ্ডা। পেট চালাতে তাই হাঁড়ি বিক্রি করতে হচ্ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বড়লো ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply