দেশে ফিরতে হাইকোর্টে পি কে হালদারের আবেদন

|

প্রশান্ত কুমার (পি কে) হালদার। ফাইল ছবি।

দেশে ফিরতে চেয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেছেন হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া ইন্টারন্যাশনাল লিজিং ফাইনান্সের পরিচালক পি কে হালদার।

মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি। তার পক্ষে লিজিং ফাইনান্স কর্তৃপক্ষ এ আবেদন করে।

লিজিং ফাইনান্স কর্তৃপক্ষ জানায়, আইনের আশ্রয় পেতে পি কে হালদার এ আবেদন করেছেন। তিনি যখন দেশে ফিরবেন তখন আইনশৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন পুলিশ বা দুর্নীতি দমন কমিশন তাকে যেন হয়রানি না করে সেজন্য আবেদন করেছেন তিনি।

কর্তৃপক্ষ আরও জানায়, তিনি যেন নিরাপদে আইন আশ্রয় পেতে পারেন সেজন্য আদালতের নির্দেশনা চান আসামি পক্ষ। দুপুরে এ মামলায় শুনানি হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply