সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র কে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার দুপুরে তাকে এসএমপি রিজার্ভ অফিস থেকে গ্রেফতার করা হয়।
পিবিআিই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, আজ টিটু চন্দ্রকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। ১১ অক্টোবর সকালে রায়হান নিহতের পর এসএমপি পুলিশের বিভাগীয় তদন্ত কমিটি এসআই আকবর, এএসআই কুতুব, কনস্টেবল সজিব ও টিটু চন্দ্রকে নির্যাতনে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্তদের মধ্যে এসআই আকবর বর্তমানে পলাতক। এএসআই কুতুব ও কনস্টেবল সজিব ও টিটু চন্দ এসএমপি রিজার্ভ অফিসে কড়া নিরাপত্তায় বন্দি ছিলেন।
Leave a reply